
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। ক্রিকেট-পাগল দেশটির বোর্ডের তিন বছরের মেয়াদে নতুন দায়িত্ব পালন করবেন তিনি।
পিসিবি দেয়া এক বিবৃতিতে নাকভি বলেন, ‘আমি সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ায় গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞবোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি দেশে খেলাটির মান বাড়াতে এবং পাকিস্তান ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব আনতে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ।’
২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজাকে বরখাস্ত করার পর নির্বাচিত প্রথম চেয়ারম্যান ৪৫ বছর বয়সী নাকভি। ঐ সময়ে বোর্ডের অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজাম শেঠি এবং জাকা আশরাফ।
ঘরোয়া ক্রিকেট কাঠামো এবং জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি করাই প্রথম কাজ হবে নাকভির। সম্প্রতি অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ এবং নিউজিল্যান্ডে টি-টোযেন্টি সিরিজে হেরেছে পাকরা।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে আট-জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হবে নাকভির জন্য। রাজনৈতিক ইস্যুতে দীর্ঘদিন ধরে পাকিস্তান সফর থেকে বিরত আছে চিরপ্রতিন্দ্বন্দি ভারতীয় ক্রিকেট দল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]