
রানের দেখা পাওয়া ম্যাচে তিন উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে জিতিয়ে দিলেন সাকিব আল হাসান। মিরপুর স্টেডিয়ামে বিপিএলের ফিরতি পর্বের ম্যাচে ১৭৫ রান করে দুর্দান্ত ঢাকাকে সাকিবের দারুণ বোলিংয়ে ১১৫ রানে আটকে দিয়ে ৬০ রানের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
টানা চার এবং সাত ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে ভালো মতোই রইলো রংপুর।
প্রথমে রনি তালুকদারের ৩৯, বাবর আজমের ৪৭ রানের সাথে সাকিব তিন নম্বরে ব্যাট করতে নেমে ২০ বলে এক বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৪ রান করেন। এছাড়া অধিনায়ক নুরুল হাসানের ১০ বলে ১৬ আর মোহাম্মদ নবির ১৬ বলে ২৯ রানে রংপুর করে ৪ উইকেটে ১৭৫।
জবাব দিতে নেমে মোহাম্মদ নাঈম ছাড়া কেউই মাহেদী হাসান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদের স্পিন-পেসের জবাব দিতে পারেননি। ৩১ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় নাইম ৪৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন, ১২তম ওভারে ঢাকার সংগ্রহ তখন ৫৭। ইরফান শুক্কুর আর তাসকিন আহমেদ ছাড়া কেউ দুই অংকের রানই করতে পারেননি। সাকিব ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন তিন উইকেট। এ নিয়ে এবারের বিপিএলে ৬ ম্যাচে ৯ উইকেট নিলেন সাকিব।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]