ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য দিলো রংপুর, রানে ফিরলেন সাকিব
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭
ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য দিলো রংপুর, রানে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিনের প্রথম ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। রনি তালুকদার ওপেন করতে আসেন বাবর আজমের সাথে। এই জুটি বেশ দেখে-শুনে ঢাকার বোলারদের মোকাবিলা করলেও শুরুতে রানের গতি বাড়াতে পারেননি। সময়ের ব্যবধানে তারা ছুটিয়েছেন রানের ফোয়ারা। শেষ দিকে ছোটখাটো ক্যামিও ইনিংস খেললেন মোহাম্মদ নবি। তবে সব ছাপিয়ে রংপুর রাইডার্স শিবিরের জন্য সবচেয়ে স্বস্তির খবর হতে পারে দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের রানে ফেরা। ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।


গেল ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পর থেকেই যেন ব্যাটার সাকিবকে ভুলতে বসেছিল সবাই। আজ আবারও দুই অঙ্ক পেরোলেন তিনি। ৩৪ রানের ইনিংসে বড় শটও খেললেন বেশ কয়েকটি। তিন ক্রিকেটারের ত্রিশোর্ধ্ব ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।


পাওয়ার প্লের ৬ ওভারে বাবর-রনি মিলে স্কোরবোর্ডে জমা করে ৫০ রান। এই জুটি জমে গিয়ে রংপুরের রান যখন ৬৭, তখন ঢাকার ত্রান কর্তা হয়ে আগমন ঘটান আরাফাত সানি। লেগ বিফোরের ফাঁদে ফেলেন ৩৯ রানে থাকা রনি তালুকদারকে। ২৪ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান এই ইনিংস।


আগের ম্যাচে চারে নেমে গোল্ডেন ডাক হওয়া সাকিব আল হাসানকে আজ দেখা গেল তার চিরচেনা ৩ নম্বরে। শুরুটা ধীরগতির হলেও সাকিব স্ট্রোক্স দেখিয়েছেন ইনিংসের ১৪তম ওভারে। চতুরঙ্গ ডি সিলভাকে এই ওভারে খরচ করান ১৫ রান। ব্যক্তিগত ১৫ রানে অবশ্য সাকিবের ক্যাচ ছেড়ে ছয় বানিয়ে দেন গুলবেদিন নাইব।


অধিনায়ক মোসাদ্দেক নিজের কোটার শেষ ওভার করতে এসে শিকার করেন দুই সেট ব্যাটারকে। ওভারের প্রথম বলেই ফিফটি মিসের আক্ষেপে ফেলেন বাবর আজমকে। আগের ম্যাচেও ৪৭ রানে বিদায় নেওয়া বাবর এই ম্যাচে যেন করলেন কার্বন কপি। ৪৩ বলের ইনিংসে বাবরের ব্যাট থেকে আসে ৫ বাউন্ডারি।


মোসাদ্দেকের আগের বল ছয় হাঁকিয়ে পরের ডেলিভারতেও ছয়ের চাহিদায় সাকিব বাউন্ডারি লাইনে হন ক্যাচ। থামে তার ৩৪ রানের ক্যামিও ইনিংস। মাত্র ১ বাউন্ডারি মারা সাকিব এদিন ৬ হাঁকিয়েছেন ৩টি। যা ইনিংসের সর্বোচ্চ। ২০ বলে খেলা সাকিব ৩৪ রান করেন ১৭০.০০ স্ট্রাইকরেটে।


সাব্বির হোসেন বিপিএল অভিষেকের দ্বিতীয় বলেই পেয়ে যান উইকেট শিকারের স্বাদ। ধুঁকতে থাকা আজমতউল্লাহ ওমরজাই ফিরলেন সাব্বিরের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে। ৭ বল খেলা ওমরজাই আজ ৩ রানের বেশি করতে পারেননি।


এরপর অবশ্য অধিনায়ক নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবী মিলে রংপুরের ব্যাটিং ইনিংস শেষ করে আসেন। তাতে দুর্দান্ত ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় রংপুর।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com