
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে সাকিবের রংপুর রাইডার্স। শুরুতে কোনো ব্যাটারই আশানুরূপ রান তুলতে না পারলেও শেষে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ১৬৫ রান।
ব্যাট হাতে এদিন শুরুতে ভালোই খেলছিলেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও বাবর আজম। তবে ৩য় ওভারে তানভির ইসলামের বলে ব্র্যান্ডনকে স্ট্যাম্পিং করেন লিটন। আরেক ওপেনার বাবরও ৩৬ বলে ৩৭ রান করে খুশদিলের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান।
ফজলে মাহমুদ এরপর রংপুরের রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও ব্যক্তিগত ৩০ রান করে মুস্তাফিজের ওভারে কাটা পড়েন তিনি। শামিম হোসেনও ব্যাট হাতে বড় কিছু করে দেখাতে পারেননি, ১৮ বলে ১৪ করে আউট হন তিনি।
মোহাম্মদ নবি ১৩ রানের ক্যামেও ইনিংস খেলে বোল্ড হন। তবে ব্যাট হাতে নিজের দাপট দেখিয়েছেন আরেক আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটিংয়ে নেমেই কুমিল্লার বোলারদের পেটানো শুরু করেন তিনি। খেলেন ২০ বলে ৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস, যাতে ছিল ২টি ছক্কা ও ৩টি চারের মার।
শেষে অধিনায়ক নুরুল হাসানের ৬ বলে ১৫ রানের মাধ্যমে দলীয় ১৬৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]