
২০২৪ বিপিএলের বিগ ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতেই টসে হেরে রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৩০ জানুযারি, মঙ্গলবার সিলেটের মাঠে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স।
পয়েন্ট টেবিলের তিনে এখন অবস্থান করছে তারা, ঠিক তার পরের অবস্থানেই রয়েছে সাকিবের রংপুর। দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও রংপুর এক ম্যাচ বেশি খেলেছে।
রংপুর এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। আর কুমিল্লা এই ম্যাচে খেলছে তিন পরিবর্তন নিয়ে। কুমিল্লার একাদশে নেই ইমরুল কায়েস।
রংপুর একাদশঃ বাবর আজম, নুরুল হাসান (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, ব্র্যান্ডন কিং, আজমতউল্লাহ ওমরজাই, ফজলে মাহমুদ, শামিম হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।
কুমিল্লা একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক ও অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, তৌহিদ হৃদয়, জাকের আলী, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রেমন রেইফার, আমের জামাল, আলিস ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মুস্তাফিজুর রহমান।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]