
নারী আইপিএলের দ্বিতীয় আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবারের আসর অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু এবং দিল্লিতে।
আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। উদ্বোধনী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়বে গতবারের শিরোপা জয়ীরা।
এবার ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের মতো এবারও লিগ পর্বের সেরা দল সরাসরি ফাইনাল খেলবে।
অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় দল এলিমিনেটরে মুখোমুখি হবে। যেখানে ফাইনালে উঠবে জয়ী দল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]