
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে ভারত। সিরিজের প্রথম দুই টেস্টে খেলবেন না ভারতীয় অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তিনি। তার জায়গায় সুযোগ পেয়েছে তরুণ ব্যাটার রজত পতিদার।
২৪ জানুয়ারি, বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোহলি বদলি হিসেবে নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে কথা বলেন অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় এই তরুণ ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে চার হাজারের ওপর রান করেছেন। ১২টি ফাস্ট ক্লাস সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৫৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। কোহলি প্রথম দুই টেস্টে না থাকায় তার জায়গা পূরণে ভারতের পূর্বে ঘোষিত দলে কোন পরিপূর্ণ ব্যাটার ছিল না। সেজন্য রজতকে দলে নেওয়া হয়েছে।
তবে দলে ডাক পাওয়া মানেই একাদশে ডাক পাওয়া নয়। ভারতের স্কোয়াডে আছেন উইকেটরক্ষক ব্যাটার কেএস ভারত ও ধ্রুব জুরেল। উইকেটরক্ষক হিসেবে তাদের একজন প্রথম টেস্টে খেলবেন বলে নিশ্চিত করে দিয়েছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]