২০২৪ সালে মিয়ামির সব ম্যাচ খেলতে পারবেন না মেসি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ২১:৪২
২০২৪ সালে মিয়ামির সব ম্যাচ খেলতে পারবেন না মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে পূর্ণাঙ্গ মৌসুম শুরু করতে নিজেকে প্রস্তুত করে তুলছেন লিওনেল মেসি। আগামী ২১ ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করতে যাচ্ছে মিয়ামি। নিয়মিত মৌসুমে একেকটি দলের ৩৪টি ম্যাচ থাকে। কিন্তু ফিফা আন্তর্জাতিক বিরতি ও ২০২৪ কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্বের কারণে মেসি অন্তত সাতটি ম্যাচে খেলতে পারছেন না।


ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর মেসির নৈপুণ্যে লিগ কাপ জয় করেছে ডেভিড বেকহ্যামের দল। এমএলএস মৌসুমে গত আসরে মেসি ছয়টি ম্যাচ খেলেছেন। নতুন মৌসুমে তার সঙ্গে আরও যোগ দিচ্ছে বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। সে কারণে ইন্টার মিয়ামিকে নিয়ে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।


এমএলএস মৌসুমে ডিসি ইউনাইটেড, নিউ ইয়র্ক রেড বুলস, ফিলডেলফিয়া ইউনিয়ন, কলম্বাস ক্রু, ন্যাশভিলে, শার্লট ও এফসি সিনসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না মেসি। জাতীয় দলের দায়িত্বে থাকার কারণে গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি মিয়ামির উপর প্রভাব ফেলতে পারে।


আগামী ২১শে ফেব্রুয়ারি ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসের নতুন মৌসুম শুরু করবে ইন্টার মায়ামি। সেই ম্যাচটি খেলতে পারেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচে দেখা যাবে জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসকেও। অর্থাৎ, ২০২০ সালের পর বার্সেলোনার পুরোনো চার বন্ধু একসঙ্গে মাঠে নামতে চলেছেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com