ভুল ক্রিকেটার কিনে বিপাকে প্রীতি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ২০:৫২
ভুল ক্রিকেটার কিনে বিপাকে প্রীতি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের আইপিএলের নিলামে ভুল করে ক্রিকেটার শশাঙ্ক সিংহকে কিনে ফেলে পাঞ্জাব সুপার কিংস। পরে সেই ক্রিকেটারকে ছেড়ে দেয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় প্রীতি জিনতার দল।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের নিলামে এক জন ক্রিকেটারকে কিনে তার পর তাকে ছেড়ে দেয়ার জন্য লড়াই করা হয়তো এই প্রথম ঘটনা।


নিলামের শেষ দিকে দলগুলোকে জানানো হয়, তারা নিতে চান এমন কিছু ক্রিকেটারের নাম জমা দিলে তাদের নাম নিলামে তোলা হবে। সেই রাউন্ডে শশাঙ্ক সিংহের নাম ডাকেন নিলাম পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর। ন্যূনতম মূল্য ২০ লাখ টাকায় তাকে কেনে পাঞ্জাব।


তার পরেই হঠাৎ করেই পাঞ্জাবের দুই মালিক প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া জানান, তারা ভুল ক্রিকেটার কিনেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তারা। পাঞ্জাব শশাঙ্ককে ফিরিয়ে নিতে বললেও মল্লিকা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি জানান, একবার হাতুড়ির ঘা পড়ে যাওয়ার মানে নিলাম চূড়ান্ত।


সেই ক্রিকেটারকে নিতেই হবে। সেটা শুনে শশাঙ্ককে পুনরায় নিলামে তোলার আবেদন করে পাঞ্জাব। কিন্তু আইপিএলের নিলামে এমন কোনও নিয়ম নেই। তাই সেই আবেদনও খারিজ হয়। শেষ পর্যন্ত শশাঙ্ককে নিতেই হয় পাঞ্জাবকে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com