বৃষ্টি আইনে জিতল দক্ষিণ আফ্রিকা, ম্লান হল রিংকুর ব্যাটিং ঝড়
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৪
বৃষ্টি আইনে জিতল দক্ষিণ আফ্রিকা, ম্লান হল রিংকুর ব্যাটিং ঝড়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডারবানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ গেছে বৃষ্টিতে ভেসে। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বৃষ্টি দিয়েছে হানা। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারেনি।


ম্যাচের মাঝে এক পশলা বৃষ্টি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্য হয়েছে আশির্বাদ। বৃষ্টি ভাগ্যে ডাকওয়ার্খ-লুইস মেথডে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।


টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন প্রথম দুই ওভারে ভারতের দুই ওপেনার যইশাল (৩ বলে ০) ও শুভমন গিলকে (২ বলে ০) ফিরিয়ে দিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।


সেখান থেকে দ্বিতীয় উইকেট জুটির ২৪ বলে ৪৯, চতুর্থ জুটির ৪৮ বলে ৭০, ৬ষ্ঠ জুটির ২৪ বলে ৩০ রানে চ্যালেঞ্জিং স্কোর (১৮০/৭) পায় ভারত। ভারত অধিনায়ক সূর্যকুমার খেলেছেন ক্যাপ্টেনস নক। চায়নাম্যান সামছির গুগলিতে লং অনে ক্যাচ দিয়ে আসার আগে করেছেন তিনি ৩৬ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৬রান।


ক্যারিয়ারের ১১তম টি-টোয়েন্টি ম্যাচে এসে রিংকু সিং এদিন দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৩৯ বলে ৯ চার, ২ ছক্বায় ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রোটিয়া বোলারদের মধ্যে কোয়েতজে পেয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট (৩/৩২)। তবে মিতব্যয়ী বোলিং করেছেন সামছি (৪-০-১৮-১)।


বৃষ্টিতে ১৫ ওভারে ১৫২ রানের টার্গেটটা কঠিন হতে দেয়নি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডাররা। ৫ ওভারের ব্যাটিং পাওয়ার প্লে-কে কাজে লাগিয়ে স্কোর তুলেছে তারা ৬৭/১। ওপেনিং পার্টনারশিপের ১৭ বলে ৪২, দ্বিতীয় উইকেট জুটির ৩০ বলে ৫৪ রানে সহজ হয়েছে জয়।


শেষ ১২ বলে ১২ রানের টার্গেট শেষ ওভার থ্রিলার পর্যন্ত নিতে দেননি ফেহলুকওয়েও। ১৪তম ওভারের ৫ম বলে রবীন্দ্র জাদেজাকে স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কার চুমোয় নিয়েছেন উইনিং রান। রেজা হেনরিক করেছেন ২৭ বলে ৪৯, মার্করাম ১৭ বলে ৩০। তবে ফেহলুকওয়েও'র ৪ বলে হার না মানা ১০ রানে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জিততে পেরেছে দক্ষিণ আফ্রিকা।


ভারত : ১৮০/৭ (১৯.৩ ওভারে)
দক্ষিণ আফ্রিকা : ১৫৪/৫ (১৩.৫ ওভারে)
ফল : ডাকওয়ার্থ-লুইস মেথডে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : তাবরাইজ সামছি (দক্ষিণ আফ্রিকা)।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com