আহমেদাবাদে বসছে তারার হাট, যা থাকছে বিশ্বকাপ সমাপনী অনুষ্ঠানে
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ২১:৪১
আহমেদাবাদে বসছে তারার হাট, যা থাকছে বিশ্বকাপ সমাপনী অনুষ্ঠানে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৩ আইসিসি ওয়ার্ল্ডকাপ গড়িয়েছে ফাইনালে। রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের। শিরোপার লড়াই শুরুর আগে জমকালো আয়োজনের ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন পপস্টার ডুয়া লিপা। মঞ্চ মাতাবেন বলিউডের নামিদামি সংগীত শিল্পীরাও।


গত ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ৫০ ওভারের মহারণের উদ্বোধন হয়েছিল। কিন্তু নানান ধরনের আশঙ্কায় সে সময়ে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে গত ১৪ অক্টোবর একই ভেন্যুতে ভারতও পাকিস্তানের মধ্যকার ম্যা চের আগে হয়েছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা পারফর্ম করেছিলেন।


স্টার স্পোর্টসের এক্স (টুইটার) পেজে আলবেনিয়ান পপস্টার ডুয়া লিপাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়।


সেখানে দেখা যায়, ‘আস্ক লিপা’ নামের অনুষ্ঠানে কেইন উইলিয়ামসন, শুবমান গিল এবং কেএল রাহুলদের ভিডিও বার্তায় পাঠানো প্রশ্নের উত্তর দেন ডুয়া লিপা। সেখানে গিল প্রশ্ন করেন, বিশ্বকাপ ফাইনালে আপনি কোন গানটি গাইতে চাইবেন। উত্তরে লিপা নিজের একটি গানের নাম উল্লেখ করেন। এতে নিশ্চিত হওয়া যায় যে, বিশ্বকাপ ফাইনালের অনুষ্ঠানে গান করবেন এই পপ সম্রাজ্ঞী। এনডিটিভি জানিয়েছে, সমাপনী অনুষ্ঠানে গান করার কথা রয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক প্রীতমের।


ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানেও ব্যবস্থা থাকছে যথেষ্ট জাঁকজমকের। এমনকি ফাইনাল দেখতে প্রধান অতিথি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে উপস্থিত থাকতে পারেন। গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।


এছাড়া ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকেও ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। শচীন টেন্ডুলকারও উপস্থিত থাকছেন।


সেমিফাইনালের মতোই ফাইনালের গ্যালারিতে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।


সমাপনী পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড গায়ক প্রীতম থেকে বিখ্যাত ব্রিটিশ গায়িকা দুয়া লিপার পারফর্ম করার কথা রয়েছে। তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিম’ মূলত দেশটিতে ‘এয়ার শো’ করে থাকে।


জানা গেছে, ফাইনাল শুরুর আগে ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিম’ ১০ মিনিট পারফর্ম করবে। আজ থেকে এর মহড়াও শুরু হয়ে যাবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com