নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৪:২৮
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেখতে দেখতে বিশ্বকাপের সেমিফাইনালের খেলাও মাঠে গড়াল। বুধবার (১৫ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


চলতি বিশ্বকাপে প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে একটিতেও হারেনি স্বাগতিক ভারত। আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড হেরেছে ৪ ম্যাচে। তবে ম্যাচের আগে আলোচনায় এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদলানোর বিষয় নিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যমে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পিচ বদলে ফেলেছে ভারতের কিউরেটররা। প্রতিবেদনটিতে এটাও বলা হয়েছে, ভারত যদি ফাইনালে ওঠে তাহলেও পরিবর্তন করা হবে পিচ।


তবে আপাতত মাঠেই নজর থাকবে দুই দলের। এখন পর্যন্ত দুদল সর্বমোট ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারতের জয় রয়েছে ৫৯ ও নিউজিল্যান্ডের ৫০টি। আর সাত ম্যাচে কোনো ফল আসেনি। বাকি ১টি ম্যাচ হয়েছে টাই। এই হিসাবেও সেমির ম্যাচে এগিয়ে থাকবে ভারত।


ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।


নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com