বিশ্বকাপ মিশন ব্যর্থতার পরেও দেড় কোটি টাকার বেশি প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ২০:৫৫
বিশ্বকাপ মিশন ব্যর্থতার পরেও দেড় কোটি টাকার বেশি প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে আপাতত দর্শক হয়েই থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। বিশ্বকাপে এবার মাত্র দুটি জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ২০২৩ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেমি তো দূরে থাক, সবার আগেই বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। হতাশাজনক বিশ্বকাপ কাটালেও বাংলাদেশ দল পাচ্ছে দেড় কোটি টাকার বেশি।


২০২৩ বিশ্বকাপের অর্থ পুরস্কার এ বছরের ২২ সেপ্টেম্বর ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসি চলমান বিশ্বকাপের জন্য মোট ১০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১১০ কোটি টাকা বরাদ্দ করেছে। সেমিফাইনালের আগে বিদায় নেয়া প্রতিটি দল পাবে ১ লাখ ডলার অর্থাৎ প্রায় ১১ কোটি টাকা। এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য একটি দল পেয়েছে ৪০ হাজার ডলার। ২ ম্যাচ জেতায় বাংলাদেশ এখান থেকেই পেয়ে যাচ্ছে ৮০ হাজার ডলার। সব মিলিয়ে বাংলাদেশ দল পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৯৭ লাখ টাকা।


বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলছে ভারত-নেদারল্যান্ডস। এরপর ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে খেলবে ভারত-নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনসে ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেমিতে বিদায় নেওয়া দল দুটির প্রত্যেকে পাচ্ছে ৮ লাখ ডলার (৮ কোটি ৭৮ লাখ টাকা)। এরপর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (৪৩ কোটি ৯৪ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার (২১ কোটি ৯৭ লাখ টাকা)।


বিবার্তা/ দীপ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com