ভারতীয় বোলারদের উপর্যুপরি আঘাতে বিধ্বস্ত লংকানরা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ২০:৪৬
ভারতীয় বোলারদের উপর্যুপরি আঘাতে বিধ্বস্ত লংকানরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বিষয়টি যেন অনেকটা এরকমই। সিরাজ-সামির বোলিং আঘাতে লংকানরা মনে মনে এখন তাই বলছেন।


তিন পেসারের তাণ্ডবে প্রথমে ৩ রানে ৪ উইকেট, তারপর ১৪ রানে ৬ উইকেট হারিয়েছে লঙ্কানরা। সর্বশেষ ৩৬ রানে ৮ উইকেট পড়েছে শ্রীলঙ্কার।


পাওয়ারপ্লে শেষে বড় হার চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কার দিকে। পরিস্থিতি এমন যে এশিয়া কাপের স্মৃতিটাই নতুন করে ফিরে আসছে মুম্বাইয়ের পিচে।


৩৫৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জাসপ্রিত বুমরাহর তোপে পড়েন খেলোয়াড়রা। ইনফর্ম ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান বুমরাহ। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। এরপরেই লঙ্কানদের রানের খাতা খোলে ওয়াইড ডেলিভারির কারণে।


দ্বিতীয় ওভারেই সিরাজের জোড়া আঘাত। ঠিক অনেকটা এশিয়া কাপের মতই ছিল অবস্থা। প্রথমে দিমুথ করুনারত্নে পরে সাদিরা সামারাবিক্রমাকে সাজঘরে পাঠান সিরাজ। চার বলের ব্যবধানে দুই উইকেটের পতন। স্কোরবোর্ড তখন ২ রানে ৩ উইকেট। পরে আরও একবার আঘাত হানেন সিরাজ। ১০ বলে ১ রান করা কুশাল মেন্ডিসকে ফেরান তিনি। ৩ রানেই নেই লঙ্কানদের চার উইকেট। এরপর কিছুটা সময় উইকেট পতন ঠেকিয়ে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং চারিথ আসিলাঙ্কা।


বল হাতে এরপর তাণ্ডব দেখিয়েছেন মোহাম্মদ শামি। দুই বলে দুই উইকেট শিকার করেন তিনি। ২৪ বলে ১ রান করা আসালাঙ্কা আর ক্রিজে আসা দুশান হেমন্তকে ফেরান তিনি। খানিকবাদে শামির তৃতীয় শিকারে পরিণত হন দুশমান্থ চামিরা। বাইরে চলে যাওয়া বলে খেলতে চেয়েছিলেন চামিরা। গ্লাভসে লেগে বল চলে যায় লোকেশ রাহুলের হাতে। ২২ রানে ৭ম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। তারপর ২৯ রানে ৮ম উইকেট হারায় লংকানরা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ১ উইকেট। শামি ৪ উইকেট এবং সিরাজ নিয়েছেন ৩ উইকেট।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com