কোহলির দুর্দান্ত শতকে ভারতের চারে চার; হারের হ্যাটট্রিক বাংলাদেশের
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ২২:২২
কোহলির দুর্দান্ত শতকে ভারতের চারে চার; হারের হ্যাটট্রিক বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৬ বছর পর সাকিব আল হাসানকে ছাড়া বিশ্বকাপ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। টস ও ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হয়েছিল কোনো ধাক্কা খেতে হবে না। কিন্তু না, ম্যাড়মেড়ে খেলা উপহার দিয়েছে নাজমুল হাসান শান্ত বাহিনী। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে হারের হ্যাটট্রিকের তেতো স্বাদ পেলো টাইগাররা।


আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিম ও লিটন দাসের জোড়া ফিফটির পর শেষ দিকে মাহমুদউল্লাহর ঝড়ো ৪৬ রানের ওপর ভর করে ২৫৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ভিরাট কোহলির সেঞ্চুরি ও শুভমান গিলের ফিফটিতে ৫০ বল হাতে রেখেই সহজ জয়ে তুলে নেয় মেন ইন ব্লু’রা। সেই সাথে টানা চার জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করলো রোহিত শর্মার দল।


১৯ অক্টোবর, বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৫৭ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেন রোহিত শর্মা। অধিনায়কের দেখাদেখি হাত খুলতে শুরু করেন শুভমান গিলও। টাইগার বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারির বাইরে আঁচড়ে ফেলেন। পাওয়ারপ্লেতে ৬৩ রান যোগ করেন তারা।


পাওয়ার প্লে শেষ হওয়ার পর আক্রমণাত্মক হয়ে উঠেন গিল। মোস্তাফিজের করা ১২তম ওভারে মারেন তিন চার। পরের ওভারে খানিকটা পরিকল্পনা করেই রোহিতকে আউট করেন হাসান মাহমুদ। স্কয়ার লেগে তাওহীদ হৃদয়কে রেখে শর্ট লেংথ ডেলিভারি করছিলেন ডানহাতি এই পেসার। নিজের পছন্দের জায়গায় বল পেয়ে ছক্কা মারেন রোহিত। পরের বলেও ভারতীয় অধিনায়ককে একই লেন্থে বল করেন হাসান। এবার খানিকটা নিচু করে মারতে গিয়ে স্কয়ার লেগে হৃদয়ের হাতে ধরা পড়েন ৪৮ রান করা রোহিত।


রোহিত ফিরলে ক্রিজে আসেন ভিরাট কোহলি। ক্রিজে এসেই পরপর দু’টি ‘নো’ বল পেয়ে যান কোহলি। হাসানের উপহার কাজে লাগিয়ে মারেন চার ও ছক্কা। তাতে ১৩ ওভারেই শতরান স্পর্শ করে ভারতের রান। অপরপ্রান্তে, দারুণ ছন্দে থাকা শুভমান গিল স্পর্শ করেন ওয়ানডে ক্যারিয়ারের ১০ম ফিফটি। অর্ধশতকের পর ইনিংস লম্বা করতে পারেননি গিল। মেহেদী হাসান মিরাজের লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারি কিছুটা জায়গা করে উড়িয়ে মারেন গিল। ডিপ মিড উইকেট সীমানায় লাফিয়ে উঠে চমৎকার ক্যাচে ভারতীয় এই ওপেনারের বিদায়ঘণ্টা বাজান মাহমুদউল্লাহ। ৫ চার ও ২ ছক্কায় ৫৫ বলে ৫৩ রান করে ফেরেন গিল।


বিস্তারিত আসছে…


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com