টানা চতুর্থবারের মত নিউজিল্যান্ডের জয়
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ২২:৩২
টানা চতুর্থবারের মত নিউজিল্যান্ডের জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড।


টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ৩৪.৪ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় আফগানিস্তান। ১৪৯ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে হাশমতুল্লাহ শাহিদীর দল। রান বিবেচনায় বিশ্বকাপে কিউইদের এটি দ্বিতীয় জয়। আর বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয় আফগানরা।


আফগানদের সামনে টার্গেট ছিল ২৮৯ রান। বোলিং পিচে রান তোলা বেশ কষ্টের। তাই হয়েছে। পাওারপ্লের প্রথম দশ ওভারে রান উঠেছে ওভারপ্রতি তিন করে। তবে সাবধানী শুরু করেও রক্ষা হয়নি তাদের।


ব্যাটিং অর্ডারের দুই ভরসা রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুজনেই ফিরে গিয়েছেন পাওয়ারপ্লের আগে। হেনরির শিকার গুরবাজ আর জাদরানকে ফিরিয়েছেন বোল্ট।


৯৭ রানে ৪ আর ১০৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানরা। সেখান থেকে আর লড়াইয়ে ফিরতে পারেনি। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় হাসমতউল্লাহর দল।


আফগানিস্তানকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জিতেছে তারা।


এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়েছিল কিউইরা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com