শিরোনাম
শক্তিশালী তিন তারকাহীন মায়ামির ড্র
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫
শক্তিশালী তিন তারকাহীন মায়ামির ড্র
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেজর লিগ সকারে জয় পেলো না লিওনেল মেসির ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়েন তারা।


ইস্টার্ন কনফারেন্সে টেবিলের দুই নম্বরে থাকা শক্তিশালী অরল্যান্ডেfর বিপক্ষে এদিন মাঠে নামেননি দলের সবচেয় বড় তারকা এবং নিয়মিত অধিনায়ক মেসি। ছিলেন না সার্জিও বুসকেটস এবং জর্দি আলবাও। তারপরেও লড়াইটা বেশ জমিয়ে তুলেছিলো টাটা মার্টিনোর দল।


ম্যাচের প্রথমার্ধ আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হলেও গোলের দেখায় পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের প্রথম জাল খুঁজে পায় ইন্টার মিয়ামিই। ম্যাচের ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড রুইজ। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ৬৬ মিনিটে অরল্যান্ডোকে সমতায় ফেরান ডানকান ম্যাকগুয়ার।


এর পর আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
সবশেষ পাঁচ ম্যাচে তিন জয়, এক পরাজয় এবং এক ড্রতে ইস্টার্ন কনফারেন্সের ১৫ দলের টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে তাদের পরবর্তী ম্যাচ আগামী ১ অক্টোবর নিউইয়র্ক সিটির বিপক্ষে।


তবে তার আগে ২৮ সেপ্টেম্বর হিউস্টন ডায়নামোর বিপক্ষে ইউএস ওপেন কাপের ফাইনালে মাঠে নামবেন মেসিরা।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com