জোড়া গোলে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১০:১৪
জোড়া গোলে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারও গোল উৎসবে ফিরলো ভিয়ারিয়াল ও বার্সেলোনা। ম্যাচের শুরুর দিকেই জোড়া গোল করল বার্সেলোনা। প্রথমার্ধেই সমতা ফেরাল ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়েও গেল তারা। একের পর এক আক্রমণে তাদের রক্ষণের পরীক্ষা নেওয়া বার্সেলোনা আবার জোড়া গোল করে জিতল রোমাঞ্চকর লড়াইয়ে।


ভিয়ারিয়ালের মাঠে শনিবার লা লিগার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল।


গাভি ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু এরপর ভিয়ারিয়ালের ফেরার গল্পে চিত্রনাট্যে বড় বাঁক। হুয়ান ফয়থ, আলেকজান্ডার সরলথ ও আলেক্স বায়েনার গোলে এক পর্যায়ে ৩-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল।


৬৮ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা। বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল করেছেন তোরেস। তারই নেওয়া এক শট ভিয়ারিয়ালের এক ডিফেন্ডারের শরীরে বাধা পেয়ে আবার তার কাছেই ফেরে। পেনাল্টি স্পটের কাছে থেকে এবার গোল করতে খুব একটা কষ্ট করতে হয়নি তোরেসকে। জাভির সময়ে বদলি হিসেবে নেমে লা লিগায় এটি তোরেসের চতুর্থ গোল।


৩ মিনিট পর ব্যবধানটা ৪-৩ করেন রবার্ট লেভানডফস্কি। তবে একটুর জন্যই সেটি লামিনে ইয়ামালের নামে লেখা হয়নি। বার্সার ১৬ বছর বয়সী ফরোয়ার্ডের ডান দিক দিয়ে ভিয়ারিয়ালের পেনাল্টি বক্সে ঢুকে বাঁ পায়ে নেওয়া নিচু শটটি পোস্টে লেগে চলে যায় ফাঁকায় দাঁড়ানো লেভার কাছে। পোলিশ স্ট্রাইকারকে শুধু বলে পা ছোঁয়াতে হয়েছে।


শেষ দুটি গোলে বড় অবদান রাখা লামিন ইয়ামালের দুটি শট ব্যর্থ হয় পোস্ট লেগে। কোনো গোল না পেলেও ম্যাচের সেরা খেলোয়াড় তিনিই। ১৬ বছর বয়সী এই উইঙ্গারই ছিলেন বার্সেলোনার আক্রমণের মূল উৎস।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com