পুঁজিবাজারে কিছুটা পতনে সূচক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৭:৫৯
পুঁজিবাজারে কিছুটা পতনে সূচক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে সূচকের কিছুটা পতন হয়েছে। তবে বাজার দুটিতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে।


১৬ মে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৯.৯৮ পয়েন্ট, লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকা।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৫৩.৬৮ পয়েন্ট, লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের (বুধবার) চেয়ে ৯.৯৮ পয়েন্ট কমে ৫৫১৭.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে ১২১২.১৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৭৯ পয়েন্ট কমে ১৯৭৩.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।


ডিএসইতে এদিন ২০ কোটি ৯৬ লাখ ২২ হাজার ১৩৭টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। বাজারটিতে লেনদেন বেড়েছে প্রায় ১২ কোটি টাকা।


এছাড়া এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৩ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন লাভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে ই-জেনারেশনস লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩০ কোটি ৮২ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- নাভানা ফার্মাসিউটিকেলস লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং কোম্পানি, ওরিয়ন ইনফিউশনস, বিচ হ্যাচারি, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী আঁশ ও গোল্ডেন সন লিমিটেড।


বাজারটিতে লেনদেন শেষে ৩৯৪টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৫৩.৬৮ পয়েন্ট কমে ১৬০০৬.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর। সিএসইতে দিন শেষে ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যা আগের দিন হয়েছিল ১৪ কোটি ৪১ লাখ টাকা। এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে প্রায় ৪৫ কোটি টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com