এশিয়া কাপের পাকিস্তান দলে পরিবর্তন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১৫:৫১
এশিয়া কাপের পাকিস্তান দলে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র তিনদিন বাকি এশিয়া কাপ শুরু হতে। আর তার আগেই নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনলো পাকিস্তান। দলে যোগ হলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল। শাকিল সুযোগ পাওয়ায় দল থেকে বাদ পড়লেন তরুণ ব্যাটসম্যান তায়েব তাহির।


তবে তাহিরকে দল থেকে একেবারেই বাদ দিচ্ছে না তারা। ১৭ সদস্যের দলে ট্র্যাভেল রিজার্ভ হিসেবে থাকবেন তাহির। ফলে এই ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেকের অপেক্ষাটা আরও বাড়ল। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার।


পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন শাকিল। তাতে রান করছেন সর্বসাকুল্যে ৭৬। এর মধ্যে এক ইনিংসেই করেছেন সর্বোচ্চ ৫৬ রান। টেস্টে ৭ ম্যাচের ক্যারিয়ার অবশ্য বেশ ভালো। সাদা পোশাকে রয়েছে ৬ ফিফটি ও ২ সেঞ্চুরি।


আজ দলের সঙ্গে প্রথম ম্যাচের ভেন্যু মুলতানে যাবেন শাকিল। সেখানে অনুশীলন শুরু করবেন। তবে দলের সঙ্গে যাচ্ছেন না বাবর আজম, ইমাম উল হক ও নাসিম শাহ। তারা আগে যাবেন লাহোর। সেখান থেকে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন এই তিনজন।


পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তায়েব তাহির (ট্র্যাভেল রিজার্ভ)।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com