সাউথ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিন স্বর্ণ বাংলাদেশের
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৭:১৫
সাউথ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিন স্বর্ণ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্যাডমিন্টন এশিয়া আয়োজিত ‘ব্যাডমিন্টন সাউথ এশিয়া (অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৫) রিজিওনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০২৩’এ দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে অনূর্ধ্ব ১৭ বালকদের একক ইভেন্টে সিফাত উল্লাহ শ্রীলঙ্কার থিরাসা ভিরাগোডাকে হারিয়ে স্বর্ণপদক জেতেন।


এছাড়া অনূর্ধ্ব ১৭ বালক দ্বৈত ইভেন্টে সিফাত উল্লাহ-রাজন মিয়া জুটি স্বাগতিক নেপালের কবির কেসি ও অভয় মাহারা জুটিকে হারিয়ে বাংলাদেশকে আরো একটি স্বর্ণপদক এনে দেন। অনূর্ধ্ব ১৫ বালকদের একক ইভেন্টের ফাইনালে উঠেছিলেন দুই বাংলাদেশি খেলোয়াড় ওয়ালিউল্লাহ ও মোস্তাকিম হোসেন। এই ইভেন্টে ওয়ালি উল্লাহ স্বর্ণ এবং মোস্তাকিম রৌপ্য পদক পান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল অংশগ্রহণ করেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com