স্ট্যাটাসের পর রুমানার সঙ্গে বিসিবির বৈঠক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১৭:২৮
স্ট্যাটাসের পর রুমানার সঙ্গে বিসিবির বৈঠক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয় মহিলা দলের ক্রিকেটার রুমানা আহমেদ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘নো মোর ক্রিকেট…।’ সেই স্ট্যাটাসের ব্যাখ্যা জানতে চেয়ে আজ রুমানাকে ক্রিকেট বোর্ডে ডাকে বিসিবির নারী বিভাগ। এমন স্ট্যাটাস দেয়ার কারণে রুমানাকে ক্রিকেট বোর্ডের আচরণবিধির বিষয়টিও মনে করিয়ে দেয়া হয়েছে।


সেখানে তিনি লিখেছিলেন ‘আর ক্রিকেট নয়’। এমন পোস্টের পর সবাই ধারণা করেছিল, ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। তবে আজ বিসিবির সঙ্গে দেখা করার পর তাকে অনুশীলনে যোগ দেয়ার পরামর্শ দিয়েছে বিসিবি।


১০ আগস্ট, রুমানার সঙ্গে বৈঠকে বসেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী ও নির্বাচক সাজ্জাদ আহমেদ। সভা শেষে শফিউলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘সে খেলবে। সে খেলতেই চায়। সমস্যাটা আসলে অভ্যন্তরীণ বিষয়।’ আমরা তাকে ডেকে কোচ-সিলেক্টরদের সঙ্গে কথা বলতে বলেছি। অনুশীলনের মধ্যে থাকতে বলেছি। সে যদি ভালো করে, রিকভারি করে তাহলে তার ফিরে আসার সুযোগ রয়েছে সেটা তাকে বলেছি আমরা।’


এমন স্ট্যাটাস দেয়ার কারণে রুমানাকে ক্রিকেট বোর্ডের আচরণবিধির বিষয়টিও মনে করিয়ে দেয়া হয়েছে। শফিউল বলেছেন, ‘এগুলো তো বোর্ডের আচরণবিধির বিষয়। আমরা তাদের মাঝে মাঝে এগুলো স্মরণ করিয়ে দিই। আমরা বিষয়গুলো যতটা পারি হালকাভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এভাবে সতর্ক করা হয়নি, তাদের এটা মনে করিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তো এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যায় না। তারা তো চুক্তিতে থাকা ক্রিকেটার।’


কেন তিনি এমন স্ট্যাটাস দিয়েছিলেন এমন প্রশ্নে নাদেল বলেন, ‘আসলে এটা নিয়ে ওইভাবে সিরিয়াসলি কিছু বলেনি। সে যেটা বলছে যে ইমোশনাল হয়ে এটা করছে। আসলে এটা নিয়ে তাকে তেমন সিরিয়াস কিছু বলিনি। সে তো অভিজ্ঞ ক্রিকেটার। তাকে তো আমরা বাদ দেইনি। এখন হয়ত সিলেক্টর বা কোচ তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় তাকে হয়ত এই মুহূর্তে রাখে নাই। এখনো তার সুযোগ আছে সে যদি অনুশীলনের মাধ্যমে থাকে, অন্যান্য জায়গায় থাকে, পারফর্মম্যান্স ভালো করে নিঃসন্দেহে রোমানাকে আবার ডাকা হবে।’


বিবার্তা/রিয়াদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com