যুক্তরাষ্ট্রেও রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৭:০৫
যুক্তরাষ্ট্রেও রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সর্বকালের সেরা ফুটবলারের তালিকা করতে গেলে বর্তমান সময়ে যে কয়জন ফুটবলার রয়েছে তাদের মধ্যে তালিকার সবার উপরে থাকবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিওনেল মেসি মানেই যেন রেকর্ডের অপর নাম। মাঠে নামবেন আর রেকর্ড গড়বেন, এটাই যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে তার জন্য। বার্সেলোনা, পিএসজি কিংবা আর্জেন্টিনা- সব জার্সি গায়েই রেকর্ডের পর রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন তারকা।


ইউরোপ ছেড়ে এবার মেসি ঠিকানা গেঁড়েছেন যুক্তরাষ্ট্রে। যেখানে তিনি খেলছেন ইন্টার মিয়ামির জার্সিতে। এরই মধ্যে তিনটি ম্যাচে মাঠে নেমেছেন, করেছেন ৫ গোল। দুই ম্যাচে জোড়া গোল এসেছে তার পা থেকে।


মিয়ামির জার্সিতে যেভাবে একের পর এক গোল করে যাচ্ছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তাতে খুব দ্রুতই ক্লাবটির হয়ে ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।


যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে ইন্টার মিয়ামির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও এক আর্জেন্টাইনের দখলে। তিনি গঞ্জালো হিগুয়াইন। ইন্টার মিয়ামির হয়ে তিন মৌসুমে ৭০ ম্যাচ খেলে তিনি গোল করেছেন সর্বোচ্চ ২৯টি।


লিওনেল মেসি হিগুয়াইনের চেয়ে মাত্র ২৪ গোল পিছিয়ে। পুরো মৌসুম ঠিকভাবে খেলতে পারলে মেসি দ্রুতই হিগুয়াইনকে ছাড়িয়ে যাবেন।


বার্সেলোনার হয়ে মোট ৬৭২টি গোল করেছেন মেসি। এর মধ্যে লা লিগায় করেছেন সর্বোচ্চ ৪৪৭ গোল। পিএসজির হয়ে করেছেন সর্বমোট ৩২ গোল। ইন্টার মিয়ামির হয়ে তিন ম্যাচে এরই মধ্যে ৫ গোল করে ফেলেছেন।


বিবার্তা/রিয়াদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com