তামিমের দুর্বলতা দেখে হতাশ হয়েছিলেন মাশরাফি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১৯:৪৩
তামিমের দুর্বলতা দেখে হতাশ হয়েছিলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই আচমকা সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এর একদিন পরই অবশ্য প্রধানমন্ত্রী নির্দেশে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন মাশরাফি বিন মর্তুজা। সে সময় দেশসেরা ওপেনারের দুর্বলতা দেখে হতাশই হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। আজ এমন কথাই জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।


২৬ জুলাই, বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠান শেষে তামিমের অবসর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘তামিমের ওপর কী গিয়েছে, তামিম ঠিক ততটা আমার সঙ্গে শেয়ার করেনি। তবে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। ও একটা আন্তর্জাতিক ক্রিকেটার, ওর পক্ষেও অনেকে কথা বলেছে। সাধারণভাবে তামিম এটুকু লড়াই করতে পারবে না, তা আমার কাছে মনে হয়নি। তবে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মানুষের সহায়তা প্রয়োজন হয়।’


প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিমের অবসর ভেঙে ফিরে আসার ব্যাপারে তিনি বলেন, ‘আমি বলব, তামিম খুব ভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না।’


এদিকে প্রধানমত্রীর সঙ্গে সেদিনের সাক্ষাতে আসন্ন বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চেয়েছিলেন তামিম। এতদিন বিষয়টি নিয়ে কোনো কথা না বললেও আজ গণমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন নড়াইল এক্সপ্রেস। তিনি বলেন, ‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো... অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com