কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মার্টিনেজ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১৯:৪৪
কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১১ ঘণ্টার সফর শেষে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়েন তিনি।


সংক্ষিপ্ত সময়ের এই সফরে এমিলিয়ানোকে সম্মাননা জানানো হয় তাকে বাংলাদেশে আনার স্পন্সর ফান্ডেড নেক্সটের কার্যালয়ের ভেতর। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মাশরাফী বিন মোর্ত্তজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন।


সেখানে ম্যাশের দুই সন্তানকে নিজের স্বাক্ষর সংবলিত জার্সি ও গ্লাভস উপহার দেন মার্টিনেজ। সেই সঙ্গে তোলেন সেলফিও। এদিকে মাশরাফিও তার নিজের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন মার্টিনেজকে। আর আইসিটি প্রতিমন্ত্রী উপহার দেন পাটের তৈরি একটি নৌকা আর বঙ্গবন্ধুর একটি বই।


পাশাপাশি ফান্ডেড নেক্সটের পক্ষ থেকে তাকে দেওয়া হয় ‘বাজপাখির’ একটি মুর‍্যাল।


ফান্ডেড নেক্সটের কার্যালয় থেকে বেরিয়ে মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সংবলিত একটি জার্সি তিনি উপহার দেন।


এর আগে সোমবার ভোর ৫টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এমিলিয়ানো। উপমহাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকা থেকে সরাসরি কোলকাতায় যাবেন তিনি।


ভারতে তিনদিন থাকবেন বিশ্বকাপজয়ী এই তারকা। সেখানে বেশকিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com