বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মদিন আজ
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৬:১৯
বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাভাষার বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেন। আজ ১৪ মে কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মদিন। তিনি ১৯২৩ সালের ১৪ মে তৎকালীন পূর্ববাংলা তথা আজকের বাংলাদেশের ফরিদপুর জেলা শহরের সদর এলাকার ঝিলটুলিতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক।


ফরিদপুরে তিনি তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করে পশ্চিম বাংলার কলকাতায় স্থায়ী হন। পরবর্তীকালে তিনি ভারতীয় চলচ্চিত্রের যুগ পরিবর্তনের অন্যতম কান্ডারি হয়ে ওঠেন। উপমহাদেশে সৎ ও চিন্তাশীল চলচ্চিত্রে তিনি অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব।


১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত সিনেমা ‘রাত-ভোর’ মুক্তি পায়, দ্বিতীয় সিনেমা ‘নীল আকাশের নীচে’ তাকে পরিচিতি এনে দেয়। ‘বাইশে শ্রাবণ’ থেকে তিনি আন্তর্জাতিক খ্যাতি পান।


১৯৬৯ সালে মুক্তি পায় ‘ভুবন সোম’। এতে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেন। অনেকের মতে, এটি মৃণাল সেনের শ্রেষ্ঠ সিনেমা।


এর পর একে একে উপহার দেন ‘ইন্টারভিউ’ (১৯৭১), ‘কলকাতা ৭১’ (১৯৭২) ‘পদাতিক’ (১৯৭৩), ‘এক দিন প্রতিদিন’ (১৯৭৯), ‘আকালের সন্ধানে’ ১৯৮০, ‘খারিজ’ (১৯৮২)। ‘খারিজ’ সিনেমাটি ১৯৮৩ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল।


এছাড়া ‘মহাপৃথিবী’ (১৯৯২), ‘অন্তরীণ’ (১৯৯৪), এবং ‘আমার ভুবন’ (২০০২) পরিচালনা করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মৃণাল সেন ৯৫ বছর বয়সে মারা যান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com