
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
১৪ মে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আলিহাট ইউনিয়ন পরিষদ ভবনে এসব টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তদারকি অফিসার ও ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক মো. কবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, ডিলার আশীষ কুমার (মানিক), ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, আল-আমিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজু খান, সম্পাদক মেহেদী হাসানসহ আরও অনেকে।
টিসিবি পণ্য নিতে আসা গৃহবধূ মিনারা বেগম বলেন, বর্তমান বাজারে সব জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে স্বল্প মূল্য এসব টিসিবির পণ্য পেয়ে আমরা খুবই খুশি। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য খুবই সুবিধা। আমরা শেখ এর বেটির জন্য দোয়া করি! আল্লাহ যেন তাকে ভালো রাখেন!
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক এ উপজেলায় ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পবিত্র ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারছেন।
ফ্যামিলি কার্ডধারীরা পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি পয়েন্ট থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]