বাংলাদেশে এসে ৩ উপহার পেলেন মার্টিনেজ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১৩:০২
বাংলাদেশে এসে ৩ উপহার পেলেন মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক ও নির্ভরতার প্রতীক এমিলিয়েনো মার্টিনেজ। ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে তিনি বাংলাদেশে এসেছেন। সেই সফরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক।


মার্টিনেজের সঙ্গে প্রায় পৌনে এক ঘন্টা সময় কাটানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পলক। মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট কোম্পানি। সেই কোম্পানির পক্ষ থেকে তাকে বেশ কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে।


মার্টিনেজকে বাংলাদেশের সমর্থকরা বাজপাখি বলে ডাকেন। সেই ‘বাজপাখি’ উপহার দেওয়া হয়েছে তাকে। আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, 'মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’


বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও দেওয়া হয়েছে। নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে, ‘পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com