এশিয়া সফরে আর্জেন্টিনার প্রতিপক্ষ?
প্রকাশ : ১৮ মে ২০২৩, ২২:২২
এশিয়া সফরে আর্জেন্টিনার প্রতিপক্ষ?
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের আগে ফিফা উইন্ডোতে এশিয়ায় ‍দুটি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সফরের সম্ভাব্য সূচি আগেই জানা গিয়েছিল। বাকি ছিল প্রতিপক্ষের নাম। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওআই স্পোর্টসের এক প্রতিবেদন থেকে বৃহস্পতিবার সেটাও জানা গেল।


আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচের জন্য সম্ভাব্য প্রতিপক্ষ চীনের নাম উঠে আসলেও শেষ পর্যন্ত জানা গেল সেটা ইন্দোনেশিয়া। এই ম্যাচের সম্ভাব্য তারিখ আগামী ১৮ কিংবা ১৯ জুন।


চীনে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নেবে আর্জেন্টিনা। এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল স্কালোনির দল। দুটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।


পানামার বিপক্ষে গোল করে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। পরের ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন পিএসজি তারকা। তবে দুটি ম্যাচে জয়ের চেয়ে বেশি নজর কেড়েছে দেশটির মানুষের উদযাপন।



বিবার্তা/লিমন/রোমেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com