চুক্তির খবর উড়িয়ে দিলেন মেসির বাবা
প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:৪৯
চুক্তির খবর উড়িয়ে দিলেন মেসির বাবা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্ষমা চেয়ে পিএসজির অনুশীলনে যোগ দেয়ার পরদিনই খবর এলো, লিওনেল মেসির সঙ্গে নাকি সৌদি আরবের ক্লাব আল হিলালের চুক্তি সম্পন্ন হয়ে গেছে। বিশ্বখ্যাত বার্তা সংস্থা এএফপি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র মারফত এই খবর প্রকাশ করে। তার কিছুক্ষণ পরেই খবরটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন মেসির বাবা তথা এজেন্ট হোর্হে মেসি।


পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। বার্তা সংস্থা এএফপি দাবি করেছে, আগামী মৌসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। সেই চুক্তিও নাকি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ক্লাবটির নাম উল্লেখ করেনি এএফপি। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘মেসির চুক্তি হয়ে গেছে। আগামী মৌসুমে তিনি সৌদি আরবে খেলবেন। এটা বিশেষ এক চুক্তি। বিশাল অঙ্কের। আমরা কিছু বিষয় চূড়ান্ত করছি।’


তবে মেসির বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘পরের মৌসুমের জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনো রকম চুক্তি হয়নি। পিএসজির হয়ে মেসি লিগ শেষ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। মৌসুম শেষ হলে এ ব্যাপারে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব সময়ই নানা রকম গুজব থাকে…কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি, কারো সঙ্গেই কোনো চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া, কোনো স্বাক্ষর করা বা সম্মত হওয়া―এমন কোনো কিছু হয়নি। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।’


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com