মুম্বাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর সহজ জয়
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০১:২৬
মুম্বাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর সহজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএলের ১৬তম আসরের প্রথম ম্যাচে হেরেছে রোহিত শর্মার দল। রবিবার (২ এপ্রিল) মুম্বাইয়ের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ও বেঙ্গালুরু। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসিস। শুরুতে বেঙ্গালুরুর বোলারদের বোলিং তোপে চাপে পরে আইপিএলের সবচেয়ে সফলতম দল মুম্বাই।


৪৮ রানের মধ্যে প্রথম চার ব্যাটারকে হারায় তারা। তবে সেখান থেকে দলকে টানেন তিলক বর্মা। ২০ বছর বয়সী বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটারের অপরাজিত ৪৬ বলে ৮৪ রান এবং বাকিদের ছোট ছোট ক্যামিওতে নির্ধারিত ওভারে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় মুম্বাই। বেঙ্গালুরুর হয়ে ২ উইকেট নেন কর্ণ শর্মা।


রানটা চ্যালেঞ্জিং মনে হলেও, তা মামুলি বানিয়ে ম্যাচ জিতে নেয় আরসিবি। বেঙ্গালুরুর ওপেনিং জুটি থেকেই আসে ১৪৮ রান। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৪৩ বলে ৭৩ করে প্যাভিলিয়নে ফিরলেও আরেক অধিনায়ক বিরাট কোহলি ৪৯ বলে অপরাজিত ৮২ রানের হার না মানা ইনিংসের উপর ভর করে ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।


মুম্বাইয়ের হয়ে কোনো বোলারই নিজেদের মেলে ধরতে পারেনি। বেঙ্গালুরুর দুই উইকেট তুলে নেয়ার মধ্যে একটি করে উইকেট পান আরশাদ খান এবং অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ম্যাচ সেরার পুরস্কার ওঠে বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসিসের হাতে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com