ওডিআই বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ : পাপন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১০
ওডিআই বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ : পাপন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের অক্টোবরে ভারতে হতে যাচ্ছে ওডিআই বিশ্বকাপ আসর। যার ফলে বাংলাদেশ দলের জন্য একটু বাড়তি সুবিধাই থাকছে। কেননা এশিয়ার দেশ হওয়ায় ভারতের কন্ডিশন অনেকটাই পরিচিত লালসবুজদের কাছে। ফলেই সাকিব-তামিমরা বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে এমনটাই ভাবছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।


২১ ফেব্রুয়ারি, বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে বিশ্বকাপ প্রসঙ্গে পাপন বলেন, 'আসলে এক্সপেক্টেশন তো সবসময় অনেক বেশি থাকে, কিন্তু লাভ তো হয় না। এখন পর্যন্ত যে ধরণের আশা আমাদের ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি। অবশ্য টি-টোয়েন্টিতে আমরা অনেক দুর্বল। যেহেতু ওয়ানডেতে অন্যান্য দুটো ফরম্যাট থেকে ভালো খেলে আসছি বা ভালো পরফর্ম করে আসছি। যে কারণে আমাদের চাওয়া পাওয়া একটু বেশিই থাকে।'


তিনি আরও বলেন, 'বড় কথা হচ্ছে এই সাবকন্টিনেন্টে খেলা। এটাও একটা প্লাস পয়েন্ট। আমি মনে করি এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। যেহেতু বিশ্বকাপ আমাদের সাব কন্টিনেন্ট অর্থাৎ ভারতে। কাজেই আমাদের দেশের সঙ্গে খুব একটা আহামরি পার্থক্য হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু তো পার্থক্য থাকতেই পারে, যেহেতু একেকটা উইকেট বা স্টেডিয়াম একেক রকম।'


বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে পাপন বলেন, 'তারপরও ওভারঅল যদি বলেন আমার মনে হয় সাব কন্টিনেন্টে যেহেতু আমাদের দেশের মতোই উইকেট হবে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সেহেতু ভালো করার সুযোগ আমাদের অনেক বেশি।' সেক্ষেত্রে বিশ্বকাপে আশা কেমন থাকছে এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'এটা আসলে বলা খুব মুশকিল। তবে আমার ধারণা আমাদের সেমি-ফাইনালে যাওয়া উচিত। আমাদের টার্গেট করা উচিত যে আমরা সেমিফাইনালে খেলব। তারপর পরবর্তী স্টেপ।'


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com