মাশরাফির ফেরা প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৩
মাশরাফির ফেরা প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন বছর ধরে জাতীয় দলের বাইরে দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০২০ সালের মার্চে। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি। সম্প্রতি মাশরাফি জানিয়েছিলেন, দলে ফেরার কোনো ইচ্ছা নেই তার। বাংলাদেশের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই সুরে কথা বললেন।




দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন হাথুরুসিংহে। আর সেখানেই হাথুরুর কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে।




তখন হাথুরু বলেন, 'নির্বাচনের জন্য (দলে)’? উল্টো সাংবাদিককে ছুড়লেন প্রশ্ন, ‘তাকে নিয়ে চিন্তাভাবনাটা কি নির্বাচনের জন্য কি না?’




এরপর কিছুটা থেমে হাথুরুসিংহ স্পষ্ট করে বললেন, ‘আমি মনে করি সে আর খেলবে না।'




জাতীয় দলে না খেললেও দেশের ঘরোয়া ক্রিকেটে এখনো খেলে চলেছেন মাশরাফি। ডিপিএল কিংবা বিপিএল সবখানেই বল হাতে ছুটতে দেখা যায় সাবেক এই অধিনায়ককে। মাশরাফির নেতৃত্বেই সদ্য সমাপ্ত বিপিএলে তার দল সিলেট স্ট্রাইকার্স খেলেছিল ফাইনালের মঞ্চে।




বিবার্তা/এমএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com