নেইমারকে ছেড়ে দিচ্ছে পিএসজি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৫
নেইমারকে ছেড়ে দিচ্ছে পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২২২ মিলিয়ন রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। তবে দিন যত গড়িয়েছে ক্লাবের সঙ্গে সম্পর্কটাও তত হালকা হয়েছে তার। আগেও অনেকবার শোনা গিয়েছিল, ব্রাজিল তারকাকে ছেড়ে দিতে চায় প্যারিস জায়ান্টরা। তবে সে সময় তেমন কেউ আগ্রহ না দেখানোয় সেটি আর হয়নি। সবশেষ কাতার বিশ্বকাপের পর নেইমারকে দল থেকে সরানো নিয়ে জোরালো গুঞ্জন ওঠে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপের পিএসজিতে থেকে যাওয়ার প্রধানতম কয়েকটি শর্তের একটি ছিল নেইমারকে তাড়াতে হবে। 




ক্লাবে নিজের নড়বড়ে অবস্থান কিংবা মাঠের পারফরম্যান্সে ভাটার টান। এসব কিছুর মধ্যেই সতীর্থদের সঙ্গে ঝগড়া বাধিয়ে উল্টো নিজের বিপদই ডেকে আনলেন নেইমার। শুধু সতীর্থ কেন, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসও রেহাই পাননি নেইমারের কাছ থেকে। 




ঘটনাটি ঘটেছে গত রোববার। লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে গেছে পিএসজি। চোটের কারণে অবশ্য সেদিন খেলতে পারেননি দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। আর তাই বাড়তি দায়িত্ব ছিল নেইমারের কাঁধে। কিন্তু তিনিও পারলেন না ত্রাণকর্তা হতে।




উল্টো হতাশার হারের পর সতীর্থ ও টিম ডিরেক্টরের সঙ্গে প্রকাশ্যে ঝগড়ায় জড়ান। সেই ঝগড়া গড়ায় ড্রেসিংরুম পর্যন্ত। ফরাসি সংবাদমাধ্যম লে কুইপে জানিয়েছে, মোনাকোর বিপক্ষে প্রথম একাদশ নিয়ে খুব একটা খুশি ছিলেন না নেইমার। মাঠে খেলা চলাকালীন মাঝেমধ্যে সতীর্থদের সঙ্গে তর্ক হচ্ছিল তাঁর। দল যে ঐক্যবদ্ধভাবে খেলছে না সেটি বোঝা যাচ্ছিল। যার ফলও পাওয়া যায় হাতে-নাতে।




ম্যাচ শেষ হতেই মাঠে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেইমার। হুগো একিটিকের সঙ্গে ঝগড়া হয় তাঁর। আরেক সতীর্থ ভিটিনহার ওপরেও রাগ দেখান নেইমার। এদিকে, দলের খেলায় খুশি হতে পারেননি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস। ফুটবলাররা সাজঘরে ফিরলে তাদের তুলোধনা করতে থাকেন তিনি। সেটা মেনে নিতে পারেননি নেইমার। ক্যাম্পোসের সঙ্গে বচসায় জড়ান তিনি।




এদিকে, নেইমারের এমন আচরণে তার ওপর বেজায় ক্ষেপেছেন সতীর্থ ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। ফুট মার্কেটোর বরাত দিয়ে গোল ডট কম জানিয়েছে, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি। তবে এ ব্যাপারে ক্লাবটির তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 



অন্যদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি। এই ম্যাচটির একাদশে নেইমারের থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানা যাচ্ছে। 


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com