বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রাব্বি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ১৬:২২
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রাব্বি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ক্রিকেট রদবদল হয়ে থাকে প্রায়ই। পারফরম্যান্স দিয়ে দলে জায়গা স্থায়ী করতে পারে খুব কম ক্রিকেটার। ধারাবাহিকভাবে নিজেদের জায়গা ধরে রাখার প্রবণতা নেই বললেই চলে। ফলে এর প্রভাব পড়ে টিম সিলেকশনে। সদ্য টেস্ট দলে জায়গা পেয়ে নিজেকে মেলে ধরেছিলেন ওপেনার জাকির হাসান। তার স্বীকৃতি সরূপ জায়গা পেলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। অপরদিকে দিকে অফ ফর্মে থাকা ইয়াসির রাব্বি চুক্তি থেকে বাদ পড়েছেন।


শনিবার (২১ জানুয়ারি) তিন ফরম্যাট মিলিয়ে ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দীর্ঘদিন নিজের চোটের সঙ্গে লড়াই করেছেন পেসার হাসান মাহমুদ। দলে ফিরে নিজের সেরাটা দিয়ে মন জয় করেছেন নির্বাচকদের। সঙ্গে ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতেও। অপরদিকে দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ, ইয়াসির রাব্বি, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।


কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:


টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।


টেস্ট এবং ওয়ানডে: তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম


টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান


টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান


ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ


ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।


টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com