আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশের তপু বর্মন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৪
আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশের তপু বর্মন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয়বারের মতো লিওনেল মেসিরা ঢাকায় আসছেন ম্যাচ খেলতে, তা একপ্রকার নিশ্চিত। বাফুফের আমন্ত্রণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এরই মধ্যে আরেকটি চমক লাগানো খবর। মেসিদের দেশের একটি ক্লাবে খেলার প্রস্তুাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন।


এই বিষয়ে তপু বলেন, ‘বেশ কিছুদিন আগেই আমি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডে মায়ো থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। সোল ডে মায়ো ক্লাব ছাড়া আরও দুটি ক্লাবও আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। প্রথম আমার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। কারণ, আমি তো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ।’


ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সোল ডে মায়ো ক্লাবটি খেলে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার লিগে। তপু বর্মন জানিয়েছেন, ‘এখন ক্লাবটির প্রাক-মৌসুমের প্রস্তুতি চলছে। মার্চে তাদের লিগ শুরু হওয়ার কথা। আমাকে অনেকেই বলছেন এই সুযোগ হাতছাড়া না করতে। কিন্তু আমি ক্লাবের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না।’


তপু বর্মনের শেষ পর্যন্ত আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাওয়া হোক বা না হোক, মেসিদের দেশের কোনো ক্লাব থেকে খেলার প্রস্তাব পাওয়াকেই বড় ব্যাপার হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com