অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ রাশিয়ার পতাকা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:০৭
অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ রাশিয়ার পতাকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেন রাষ্ট্রদূতের আনা অভিযোগের পর অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করলো টেনিস অস্ট্রেলিয়া। যদিও এই টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিজের দেশের পরিচয়ে খেলতে পারছেন না। তাদের খেলতে হচ্ছে নিরপেক্ষ হিসেবে।


সোমবার (১৬ জানুয়ারি) রাশিয়ার কামিলা রাখিমোভাকে ৫-৭, ৭-৬ (১০-৮), ১-৬ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ইউক্রেনের কাতারিনা বেইন্দল। সেই ম্যাচে মেলবোর্ন পার্কে রাশিয়ান পতাকা হাতে দেখা যায় এক সমর্থককে। তা দেখে রীতিমত ক্ষোভে ফুঁসে ওঠেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল মিরোশিনচেঙ্কো।


টুইটারে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে কাতেরিনা বেইনদলের খেলার সময় জনসম্মুখে রাশিয়ান পতাকা প্রদর্শন করায় আমি শক্তভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। আমি টেনিস অস্ট্রেলিয়াকে অবিলম্বে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি কার্যকরের আহ্বান জানাই।’


ইউক্রেনের রাষ্ট্রদূতের অভিযোগের পরপরই মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুই দেশের পতাকা নিষিদ্ধ করে টেনিস অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা লিখেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ। আমাদের প্রাথমিক নীতি ছিল এই যে, সমর্থকরা পতাকা আনতে পারবেন কিন্তু খেলায় এর মাধ্যমে কোনো বিঘ্ন ঘটাতে পারবেন না। গতকাল আমরা দেখেছি কোর্টের পাশেই পতাকা প্রদর্শন করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়েছে।’ সূত্র: আল জাজিরা


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com