আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছে আফগানিস্তান!
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ২১:৫৩
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছে আফগানিস্তান!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’। বর্তমানে তালেবান পরিচালিত দেশটিতে লিঙ্গ-ভিত্তিক বৈষম্য নীতির কারণেই সংস্থাটি এই পদক্ষেপ গ্রহণ করেছে।


এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক মিঙ্কি ওয়ার্ডেন বলেন, ‘আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ স্থগিত করা উচিত, যতক্ষণ না পর্যন্ত আফগান নারী এবং মেয়েদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।’


এর আগে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রত্যাহার করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে আফগানিস্তানের ক্রিকেটাররা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভের কথা জানায়।


অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নিয়মিত খেলা রশিদ খান তো টুর্নামেন্ট ছেড়ে দিয়ে বলেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমার জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না।’


আফগান পেসার নাভিন-উল-হক এই সিদ্ধান্তকে “শিশুসুলভ” বলে বর্ণনা করেন এবং অস্ট্রেলিয়াকে আফগানিস্তানের জনগণের সমর্থন না করারও অভিযোগ তোলেন।


আফগান ক্রিকেটারদের এমন অভিব্যক্তির পর ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের এক বিবৃতিতে জানায়, ‘নারীদের ক্রিকেট খেলা মানবধিকারে অন্তর্ভূক্ত, রাজনীতির নয়।’


আফগানরা হতাশা প্রকাশ করলেও অজিদের এমন সিদ্ধান্তের পর, এবার ‘হিউম্যান রাইটস ওয়াচ’ আইসিসির কাছে আফগানিস্তান দলের আইসিসির সদস্যপদ স্থগিত করার আহ্বান জানালো।


বিবার্তা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com