‘কোভিড-১৯ এর কারণে বিপিএলের জনপ্রিয়তা কমেছে’
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩
‘কোভিড-১৯ এর কারণে বিপিএলের জনপ্রিয়তা কমেছে’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম দিকের কয়েক আসরে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে চলমান নবম আসরে এসে যেন রং হারিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় এই ঘরোয়া লিগ। অনেকের মতো বিষয়টি নিয়ে কথা বললেন খুলনা টাইগার্সের পেসার ওয়াহাব রিয়াজ। তবে তার মতে, কোভিড-১৯ এর কারণে কঠিন হয়ে গিয়েছে এবারের বিপিএল।


রবিবার (১৫ জানুয়ারি) বিপিএলের কোনো ম্যাচ না থাকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলীয় অনুশীলন করে খুলনা। অনুশীলনের পর দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। সেখানে বিপিএলের জনপ্রিয়তা প্রসঙ্গ উঠলে বেশকিছু মন্তব্য করেন ওয়াহাব।


তিনি বলেন, ‘আমার মনে হয় গত দুই বছর কোভিড-১৯ পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করেছে। আমার ধারণা বিপিএলের প্রতিদ্বন্দ্বিতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনে জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্পিনাররা ভালো কাজ করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য।’


ওয়াহাব রিয়াজ আরও বলেন, ‘বিপিএল কিছুই হারায়নি। গত দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেব। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com