ফিফার শোকজ ইস্যুতে কথা বললেন সালাউদ্দিন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:০৫
ফিফার শোকজ ইস্যুতে কথা বললেন সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে ফিফা ও বাফুফের আর্থিক বিষয়ে মিডিয়ার রিপোর্ট নিয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গত বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল বাফুফের আর্থিক বিষয়ে ফিফার শোকজ নিয়ে একটি সংবাদ পরিবেশন করে। সেই সংবাদের জের ধরেই বাফুফে সভাপতি আজ সংবাদ সম্মেলন করেছেন। তার বক্তব্যে তিনি বলেন, ‘ফিফা থেকে বাফুফে কোনো চিঠি পায়নি। এই বিষয়ে আমি কিছু জানি না।’


উপস্থিত সাংবাদিকরা বাফুফে সভাপতির বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করেছেন। সেই প্রতিবেদনে বাফুফেকে শোকজের কথা বলা হয়নি। আর্থিক ও কেনাকাটার সঙ্গে জড়িত চারজনকে ব্যক্তিগতভাবে চিঠির কথা উল্লেখ করা হয়েছিল। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তারা এই বিষয়ে আমাকে কিছু বলেনি।’


বাফুফের আর্থিক ও কেনাকাটার বিষয়ে অসঙ্গতি থাকায় কিছু নির্দেশনাসহ বাফুফের চার জন চিঠি পেয়েছে বলে সংবাদ প্রচারিত হয়। এই চার জনের মধ্যে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নামও ছিল। তিনি ফেডারেশনের প্রায় সব সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকলেও আজ আসেননি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ছিলেন অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক।


মাঝেমধ্যেই বাফুফের আর্থিক বিষয়ে অসঙ্গতি নিয়ে আলোচনা হয়। এজন্য বছর দুয়েক আগে ফিফা থেকে কনসালটেন্টও নিয়োগ দেওয়া হয়েছিল। ফিফার সেই কনসালটেন্টের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা যেভাবে অ্যাকাউন্টস মেইনটেন করতাম সেটার সঙ্গে ফিফার সামঞ্জস্য করতেই কনসালটেন্ট নিয়োগ দেয় ফিফা।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com