ধীর গতির ব্যাটিংয়ে শুরু বিপিএল, চট্টগ্রামের সংগ্রহ মাত্র ৮৯ রান
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:০৯
ধীর গতির ব্যাটিংয়ে শুরু বিপিএল, চট্টগ্রামের সংগ্রহ মাত্র ৮৯ রান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটারদের খেলা। তবে অনিয়ম-অব্যবস্থাপনায় এক নম্বর টুর্নামেন্ট বিপিএলে ব্যাটারদের খেলায় বোলাররা রাজত্ব করবেন, এ আর নতুন কী!


এবারের বিপিএলও শুরু হলো মরা ব্যাটিংয়ে। দর্শক বিনোদন তো দূরের কথা, রীতিমত টেস্টের ব্যাটিং দেখতে হলো শুরুতেই। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে ৯ উইকেটে ৮৯ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


টস জিতে প্রথমে শুভাগতহোমের চট্টগ্রামকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরু থেকেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। টপঅর্ডার চার ব্যাটারের কেউ ন্যুনতম একশ স্ট্রাইকরেটেও রান করতে পারেননি।


মেহেদি মারুফ ১৪ বলে ১১ করে রানআউট হন। দারউইশ রসুল ৯ বলে ৩, আল আমিন ২০ বল খেলে ১৮ আর অধিনায়ক শুভাগতহোম ৭ বলে করেন ১ রান।


এরপর উসমান খান (২), উম্মুক্ত চাঁদরাও (৫) দ্রুত ফিরে গেলে ৬৭ রানে ৭ উইকেট হারায় চট্টগ্রাম। আফিফ হোসেন একটা প্রান্ত ধরে কিছুটা সময় লড়েছিলেন। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৫ করে আউট হন তিনি। পুরো ২০ ওভার খেলেও ৮৯ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম।


সিলেটের পেসার রেজাউর রহমান রাজা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ৭ রানে ২ উইকেট শিকার মোহাম্মদ আমিরের। অধিনায়ক মাশরাফি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com