আমিরের টিপসে আগের চেয়ে আত্মবিশ্বাসী মৃত্যুঞ্জয়
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ২২:৪৮
আমিরের টিপসে আগের চেয়ে আত্মবিশ্বাসী মৃত্যুঞ্জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইনজুরি কাটিয়ে গতবারের বিপিএল দিয়েই মাঠে ফিরেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে মাঠে ফেরার অপেক্ষায় এ বাঁ-হাতি পেসার কাম লেট অর্ডার।


এই মাস খানেক আগে আরব আমিরাতের মাটিতে টি-টেন আসর খেলতে গিয়েছিলেন। সে আসরে তার দলে সাকিব আল হাসান ছাড়াও ছিলেন বিশ্বখ্যাত বাঁ-হাতি ফাস্টবোলার মোহাম্মদ আমির। তার কাছ থেকে বেশ প্রয়োজনীয় পরামর্শ পেয়ে আগের চেয়ে এখন অনেক আত্মবিশ্বাসী মৃত্যুঞ্জয় এবং তার বিশ্বাস, মোহাম্মদ আমিরের দেয়া ছোট ছোট টিপসগুলো তার খুব কাজে দিয়েছে।


সোমবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে মৃত্যুঞ্জয় একমাস আগে টি-টেন খেলতে যাওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি বলবো এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত, যে এতো সুন্দর জায়গায় খেলতে পারলাম। আর অভিজ্ঞতার দিক থেকে আমার পুরো ক্যারিয়ারে ওই একমাস ছিল সবচেয়ে ভালো অভিজ্ঞতা। আমি বিশ্বমানের বোলার মোহাম্মদ আমিরের সাথে ছিলাম, সাকিব ভাইয়ের খুব কাছে ছিলাম এবং বিশ্বমানের খেলোয়াড়দের আমি কাছ থেকে দেখেছি। সে হিসাবে আমি বলবো আমার ২-৩ বছরের অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর অভিজ্ঞতা সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য। আমি ইনশাাল্লাহ এটা কাজে লাগানোর চেষ্টা করবো।’


আগে বড় বড় ব্যাটারের বিপক্ষে বল করতে বুক কাঁপতো। ভয় পেতেন। অকপটে এ সহজ সরল স্বীকারোক্তি দিয়ে মৃত্যুঞ্জয় বলেন, ‘বড় ব্যাটারের সামনে পড়লে কেমন হবে? আগে ভয় পেতাম; কিন্তু ‘টি-টেন’ টুর্নামেন্টটা আমাকে শতভাগ আত্মবিশ্বাসী করে দিয়েছে যে দুনিয়ার যেই থাকুক না কেন আমি আমার সেরাটা দিব এবং ভালো কিছু করবো।’


‘হ্যাঁ, মোহম্মদ আমির একসাথে থাকার কারণে (শেখা হয়েছে)। আমরা সবাই জানি আমির বিশ্বমানের বোলার। তিনি আমাকে অনেক বড় কোনো টিপস দেননি; কিন্তু ছোট ছোট যেগুলো বলেছেন, সেগুলো আমার প্রয়োজন ছিল। আগে যেসব লিগ খেলতাম সেখানে এক-দুইটা ভুল করলে সমস্যা ছিল না; কিন্তু টি-টেনে আমি যখন প্রথম দুইটা প্রস্তুতি ম্যাচ খেলছিলাম ছোট ছোট কিছু ভুল আমাকে ভোগাচ্ছিল। এরপর আমির ভাই আমাকে ছোট ছোট কিছু টিপস দেন যা আমাকে খুব সাহায্য করে। আর শেষ ম্যাচটা আমি মনে করি আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা ছিল। মোটকথা, টি-টেন টুর্নামেন্ট আমাকে সাহায্য করবে।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com