
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১০৬ কোটি টাকা।
রোববার (১৭ নভেম্বর) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩১ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৪৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৬৯ দশমিক ৭৯ পয়েন্টে ও ১ হাজার ১৯৩ দশমিক ৪০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯২ দশমিক ১৫ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির কোম্পানির শেয়ারের, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৭৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯১১ দশমিক ৯৮ পয়েন্টে ও ৯ হাজার ৮১ দশমিক ৯৯ পয়েন্টে।
আর সিএসআই সূচক ৩ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯৬০ দশমিক ২৩ পয়েন্টে ও ১ হাজার ১৪৩ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৪৬ দশমিক ৩১ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৩৬ লাখ ৫৮ হাজার টাকার।
লেনদেন হওয়া ৩২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]