প্রথম কার্যদিবসে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৯:১৬
প্রথম কার্যদিবসে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষে সূচকের পতন হয়েছে। একইসাথে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমার পাশাপাশি অধিকাংশ কোম্পানি শেয়ার দর হারিয়েছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


এদিন ডিএসইতে সূচক কমেছে ২৩.৯৯ পয়েন্ট, লেনদেন হয়েছে ৬২২ কোটি ২৫ লাখ টাকা। সিএসইতে সার্বিক সূচক কমেছে ৯৬.৫৩ পয়েন্ট, লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা।


ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৩.৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ৪.৮২ পয়েন্ট কমে ১ হাজার ২০২.৭০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৭.১১ পয়েন্টে অবস্থান করছে।


এদিকে ডিএসইতে আজ ১৮ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ৪৩৯টি শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ইউনিটের বাজার মূল্য দাঁড়িয়েছে ৬২২ কোটি ২৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে আজ লেনদেন কমেছে প্রায় ৪২ কোটি টাকা।


এছাড়া বাজারটিতে ৩৯৭টি কোম্পানি ও ইউনিট ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।


এদিন ডিএসইতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই অবস্থান করেছে তৌফিকিয়া ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম। কোম্পানিটির মোট ২৭ লাখ ৫৪ হাজার ২৪৪টি কেনা-বেচা হয়েছে। আর এসব শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ২৭ কোটি ৯০ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৭৪ লাখ ৪৩ হাজার ৭৯৬টি শেয়ারের লেনদেন হয়েছে। আর এসব শেয়ারের বাজার মূল্য ছিল ২২ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনের তৃতীয় অবস্থানে উঠেছে বিচ হ্যাচারি লিমিটেড। এ কোম্পানির মোট ২২ লাখ ৯৭ হাজার ৭৭৮টি শেয়ার কেনা-বেচা হয়েছে। আর এসব শেয়ারের বাজার মূল্য দাঁড়িয়েছে ২১ কোটি ৬০ লাখ টাকা।


এরপর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সালভো কেমিক্যাল, সী পার্ল বিচ অ্যান্ড এস্পা লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেক্টোট্রড লিমিটেড, সোনালী পেপার, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, আফতাব অটো ও ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।


অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই বা সার্বিক সূচক ৯৬.৫৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৬১.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির কোম্পানির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা। যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি এক লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com