
ঈদুল আজহার ছুটি শেষে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে আলো ছড়িয়েছে পুঁজিবাজার। এদিন দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৯০ কোটি টাকা। বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সব মূল্যসূচক।
১৯ জুন, বুধবার সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয় বাজারে। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৮ দশমিক ৭৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯৪ বেড়েছে।
দিনভর সূচকে কিছুটা ওঠা-নামা থাকলেও কখনো তা আগের দিনের চেয়ে নিচে নামেনি। দিন শেষে প্রতিটি সূচক আগের দিনের চেয়ে উপরে অবস্থান নেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্যমতে, বুধবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৭৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ১২৬ দশমিক ৫৪ পয়েন্টে ও ১ হাজার ১১০ দশমিক ৭০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থন করছে ১ হাজার ৮২৫ দশমিক ৬৪ পয়েন্টে।
এসময় ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৪৬টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০ কোটি ১২ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৫৮ দশমিক ১৮ পয়েন্টে ও ৮ হাজার ৭৫৫ দশমিক ২৪ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক শূন্য দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৭ দশমিক ১৩ পয়েন্টে। আর সিএসই-৫০ ও সিএসই-৩০ সূচক যথাক্রমে বেড়েছে শূন্য দশমিক ৬৭ পয়েন্ট ও ২ দশমিক ৫১ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৫০ দশমিক ১৩ পয়েন্টে ও ১১ হাজার ৩৩৪ দশমিক ৬৯ পয়েন্টে।
এসময় লেনদেন হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার টাকার।
লেনদেন হওয়া ৪৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টি কোম্পানি শেয়ারের, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]