পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৮
পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসইএক্স সূচকের ১৩.৫৩ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ জানুয়ারি) ডিএসইতে সূচকের সাথে বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই বিষয় দেখা যাচ্ছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


মঙ্গলবার ডিএসইতে ৮০০ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২৬ কোটি ৫৭ লাখ ৪১ হাজার টাকার বেড়েছে লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৭৪ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ৪৪ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার, সী পার্ল রিসোর্টের ৩৮ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৮ কোটি ৫৭ লাখ ৫ হাজার, বীচ হ্যাচারির ২১ কোটি ১১ লাখ ৫২ হাজার, স্বন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার, এডভেন্ট ফার্মার ১৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৬২ লাখ ৩৯ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ১৬ লাখ ৩৮ হাজার, ইউনিক হোটেলের ১৩ কোটি ৩৮ লাখ ২২ হাজার এবং রূপালী ব্যাংক পিএলসির ১৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩.৫৩ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৪৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৯ পয়েন্টে।


আজ ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।


সোমবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে- শমরিতা হসপিটালের ৯.৯৪ শতাংশ, বীচ হ্যাচারির ৯.৩০ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮.৯২ শতাংশ, খান ব্রাদার্সের ৭.৫৪ শতাংশ, কেএন্ডকিউয়ের ৬.৪২ শতাংশ, কহিনুর কেমিক্যালে ৬ শতাংশ, সমতা লেদারের ৫.৮৫ শতাংশ, ইউনিক হোটেলের ৫.৪০ শতাংশ এবং এসকে ট্রিমসের ৫.১৮ শতাংশ এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫.১৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।


অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৩৯.০৪ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৮.৫৬ পয়েন্টে। সিএসইতে ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৮৫টির।


দিন শেষে সিএসইতে ৯ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com