নির্বাচনের পর পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:২৩
নির্বাচনের পর পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেশ কিছুদিন দেশের পুঁজিবাজারে ধীর গতিতে লেনদেন চলছিল। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন সোমবার (৮ জানুয়ারি) পুঁজিবাজারে ‍মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।


ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে।


এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৩৬৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ২১০২ পয়েন্টে অবস্থান করছে।


আজ ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকা।


সোমবার ডিএসইতে মোট ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ৪৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com