পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯
পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন বছরে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেন বেড়েছে ৫২ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫২ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। এদিন কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ ৬৩ হাজার টাকার। আর ১২ কোটি ২২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪ পয়েন্টে।


আজ ডিএসইতে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।


অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৫.২২ পয়েন্ট বা ০.০২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৮.৫৩ পয়েন্টে। সিএসইতে ১৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৯৬টির।


দিন শেষে সিএসইতে ১১ কোটি ৪০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৮১ লাখ ১ হাজার টাকার শেয়ার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com