সূচক বাড়লেও তলানিতে লেনদেন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬
সূচক বাড়লেও তলানিতে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পরেছে দেশের পুঁজিবাজারে। বছরের তৃতীয় কার্যদিবস বুধবার (৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানেও লেনদেন তিন’শ কোটির নিচে। যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব


বুধবার ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৮ মার্চ ডিএসইতে ২৭২ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ২২৪ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫১৬ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির ১২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ ২৯ হাজার টাকার। আর ১০ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।


বুধবার ডিএসইর দর পতনের শীর্ষে ছিলো প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ কমেছে।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮.৯০ শতাংশ। আর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৪৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।


বুধবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ৭.৮৯ শতাংশ বেড়েছে।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৬.৫৭ শতাংশ। আর ১ টাকা ১০ পয়সা বা ৬.২১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।


অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ২১.২১২ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৭.৪৫ পয়েন্টে। সিএসইতে ১৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭৫টির।


দিন শেষে সিএসইতে ৩ কোটি ৮১ লাখ ১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com