
সম্প্রতি গুগল চ্যাটকে নিয়ে তাদের নানা পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে। গুগল ম্যাসেজের সাফল্যের আড়ালেই রয়ে গেছে গুগল চ্যাট।
নতুন চ্যাট অ্যাপের থিমটি অন্যান্য ওয়ার্কস্পেস অ্যাপের মতোই দেখায়। তবে অনেকে নতুন থিমটি দেখে গুগল মিটের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। মিটের চেয়ে সামান্য চিকন নতুন থিমের গড়ন।
বদল এসেছে স্ট্যাটাস বার আইকনে। সার্চেও এসেছে পরিবর্তন। কোনোকিছু লিখে সার্চ দিলে হাইলাইটেড কিওয়ার্ড দেখা যাবে। ফলে কোনো মেসেজ দ্রুত খুঁজে পাওয়া যাবে। শুধু তাই নয়, গুগল চ্যাটে মিউট অপশনও যুক্ত হয়েছে। এখন প্রয়োজনে-অপ্রয়োজনে আপনাকে পুশ নোটিফিকেশন পাঠাবে না গুগল।
সূত্র: নাইন টু ফাইভ গুগল
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]